ইউনিফর্ম :
সকল শ্রেণির ছাত্রদের সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো সু এবং ছাত্রীদের সাদা স্যালোয়ার কামিজ, সাদা ওড়না (বোরকা পরলে সাদা হিজাব) এবং কালো সু ব্যবহার বাধ্যতামূলক। উচ্চ মাধ্যমিক স্তরের জন্য সবুজ, স্নাতক স্তরের জন্য ম্যাজেন্ডা এবং মাস্টার্স স্তরের জন্য নেভী ব্লু সোল্ডার ব্যাজ। উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির জন্য ১টি, দ্বাদশ শ্রেণির জন্য ২টি, স্নাতক ১ম বর্ষের জন্য ১টি, ২য় বর্ষের জন্য ২টি, ৩য় বর্ষের জন্য ৩টি, ৪র্থ বর্ষের জন্য ৪টি এবং স্নাতকোত্তর ১ম পর্বের জন্য ১টি, শেষ পর্বের জন্য ২টি এবং স্নাতকোত্তর শ্রেণির ছাত্রদের টাই পরিধান করতে হবে।