1. azad@medisheba.com.bd : admin :
  2. ashraful294@gmail.com : Ashraful Siddiquee : Ashraful Siddiquee

অধ্যক্ষের বাণী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। শিক্ষানুরাগী, হিতৈষী, যুবক ও খেটে খাওয়া শ্রমিক,কৃষকদের  প্রচেষ্টায় ১৯৯৬ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী ”জোনাইল ডিগ্রী কলেজ” । তখন থেকে প্রতিষ্ঠানটি এ এলাকায় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করে চলেছে। উন্নত ও আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য জোনাইল ডিগ্রী কলেজ সাফল্যের সাথে প্রায় ২৪ বছর ব্যাপী এই দায়িত্ব পালন করে আসছে।

আগামীতেও এই কলেজের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে কলেজটির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই কলেজটির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

অধ্যক্ষ
আবুল আছর মোঃ শফিউজ্জামান
জোনাইল ডিগ্রী কলেজ।
বড়াইগ্রাম ,নাটোর।

© All rights reserved © 2020 jdc
Design & Developed BY Azadul Bari