1. azad@jdc.edu.bd : admin :

নাটোর জেলাধীন বড়াইগ্রামের এক প্রাচীন জনপদের নাম জোনাইল।

নাটোর জেলাধীন বড়াইগ্রামের এক প্রাচীন জনপদের নাম জোনাইল। এ গ্রামের সম্ভ্রান্ত ধর্মভীরু মুসলিম পরিবার সমূহের মধ্যে শীর্ষস্থানে অবস্থান খান পরিবারের । বংশমর্যাদায় যেমন শ্রেষ্ঠত্বের দাবীদার তেমনি শিক্ষা-দীক্ষায়, ধর্মভীরুতায়.সামাজিক আচার-অনুষ্ঠানে এ জনপদের অন্য সবের উপর রয়েছে এ পরিবারের অতুলনীয় সম্মান। যতদূর জানা যায় মরহুম দেলওয়ার খান ছিলেন এ পরিবারের একজন শিক্ষিত ব্যক্তি ।

© All rights reserved © 2021 JDC
Design & Developed BY Azadul Bari